ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সঞ্জয়ের মা হয়েছি, তারপরে তাকেই প্রেমের প্রলোভন দিয়েছি! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২২

অভিনয় জীবনে একেক সময় একেক চরিত্রে অভিনয়, আর সবগুলোতেই যেনো ছক্কা হাঁকানো খুব ভালো করেই জানতেন তিনি। কখনো মা, কখনো প্রেমিকা। আবার নায়িকা থেকে লাস্যময়ী সব চরিত্রেই দেখা গেছে তাকে। যার কথা হচ্ছে তিনি আর কেউ নন বলিউড অভিনেত্রী অরুণা ইরানী।

যদিও অরুণা’র অভিনয় জীবনে ছয় দশকে লম্বা ক্যারিয়ারে তাকে অবশ্য নায়ক-নায়িকার মা হিসেবেই বেশি চেনেন দর্শক।  

আর এবার এক সাক্ষাৎকারে পর্দার এই ‘ভ্যাম্প’ অরুণা ইরানি কাছে প্রশ্ন আসে তিনি কীভাবে দেখেন সেই তকমাকে?

এর উত্তর দিতে গিয়ে  অতীত-স্মৃতি হাতড়ালেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। 

তিনি সোজাসাপ্টা ভাবে জানালেন, একই অভিনেত্রীকে দর্শক কীভাবে পুরোপুরি বিপরীতধর্মী চরিত্রেও দিব্যি পছন্দ করেন, তা আগের মতোই এখনও অবাক করে তাকে।

অতীত-স্মৃতিচারণ করতে গিয়েই সঞ্জয় দত্তের উদাহরণ টানেন অরুণা।  সঞ্জয়ের প্রথম ছবি ‘রকি’তে সঞ্জয়ের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণা। পরে আবার দ্বিতীয় ছবি ‘জনি আই লভ ইউ’-এ সেই সঞ্জয়ের সঙ্গেই লাস্যময়ী চরিত্র করেছিলেন তিনি! 

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “বলিউডে সিংহভাগ অভিনেতার সঙ্গেই কাজ করেছি আমি। সঞ্জয় তাদেরই এক জন। ওর প্রথম ছবিতে আমি ছিলাম ওর মা। আর পরের ছবিতে ওকেই প্রেমের প্রলোভন দিলাম! কী করে যে দর্শক একই মানুষকে এমন বিপরীত চরিত্রে মেনে নেন, আজও বুঝে উঠতে পারলাম না!”

সুত্রঃ আনন্দবাজার অনলাইন

আরএমএ


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি