ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিনেমায় যুক্ত হচ্ছেন শাহরুখ পুত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সিনেমায় যুক্ত হচ্ছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, এমন গুঞ্জন চলছে বলিউডে। তবে বাবার মতো নায়ক হিসেবে নয়, চিত্রনাট্যকার হিসেবে।

একটি ওয়েব সিরিজের জন্য ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলছেন আরিয়ান। আর যে সিনেমা নিয়ে কাজ করছেন, তা শাহরুখ খানেরই ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’ প্রযোজনা করবে।

সবকিছু ঠিক থাকলে আরিয়ানের লেখা ওয়েব সিরিজ এ বছরই মুক্তি পেতে পারে বলে ইঙ্গিত মিলছে। আরিয়ানের সঙ্গে সহ-লেখক হিসেবে থাকছেন বিলাল সিদ্দীকী। 

ওয়েব সিরিজের গল্পটি একজন ‘ডাই হার্ড ফ্যান’ তথা অন্ধ ভক্তকে ঘিরে আবর্তিত হবে।

আরিয়ান ২০২০ সালে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ফাইন আর্টস, সিনেমাটিক আর্টস, ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশনের উপরে স্নাতক ডিগ্রি নেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি