ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বায়োপিকের প্রস্তুতিতে মাঠে ঘাম ঝরাচ্ছেন আনুষ্কা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০২২

ঝুলন গোস্বামী হলেন ভারতের জাতীয় মহিলা ক্রিকেটে দলের একজন অল-রাউন্ডার ক্রিকেটার। এবার তার বায়োপিকে অভিনয় করছেন অভিনেত্রী আনুষ্কা শর্মা। পর্দায় ফার্স্ট বোলার হিসেবে দেখা মিলবে এই অভিনেত্রীর। এরই মধ্যে বায়োপিকের জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন তিনি। মঙ্গলবার মুম্বাইয়ের জুহুর একটি মাঠে জোরকদমে সিনেমার জন্য প্রস্তুতি নিতে দেখা গিয়েছে আনুষ্কাকে। 

বায়োপিকে নাম ভূমিকায় থাকছেন আনুষ্কা শর্মা। এদিন শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি মাঠে বোলিং প্র্যাকটিস করতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। 

আনুষ্কা জানান, স্পোর্টস মুভির জন্য তার কাছে একজন ক্রিকেটারের মতো ফিটনেস তৈরি, ফাস্ট বোলিং ইত্যাদি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফিজ়িক্যাল ট্রেনিং শেষ হলেই সিনেমার শুটিং শুরু করবেন বলেও জানান তিনি।

‘চাকদা এক্সপ্রেস’-এর প্রযোজনায় অনুষ্কা ও তার ভাই কর্ণেশ শর্মার সংস্থা ক্লিন স্লেট ফিল্মস সিনেমাটি নির্মান করছে। সিনেমাটির পরিচালনা করছেন প্রসিত রায়। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি