ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানকে দেখতে কান্নায় ভেঙ্গে পড়লেন নারী ভক্ত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সামনে হাজির খোদ সালমান খান। নারীরা প্রেমে, উন্মাদনায় দিশাহারা হয়ে পড়বেন না, তা-ও কি হয়! মঞ্চের ধারে দাঁড়িয়েই রীতিমতো হাউমাউ করে কান্না জোড়ে দিলেন এক নারী ভক্ত। শুক্রবার সন্ধ্যায় দুবাই এক্সপো-য় অনুষ্ঠান করছিলেন ‘ভাইজান’। সেখানেই এমন কাণ্ড বাধান এক অনুরাগী। 

তখন মাত্রই অনুষ্ঠান শেষ করেছিলেন ‘ভাইজান’। আচমকাই একেবারে সামনে এসে হাজির হন সেই নারী, আর উচ্চস্বরে কাঁদছিলেন। তার একটাই দাবি, সালমানের সঙ্গে একটি বার দেখা করতে চান তিনি! তাকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরাও।

শেষমেশ হাল ধরলেন অনুষ্ঠানের সঞ্চালক মনীশ পল। আশ্বাস দিলেন, নিশ্চয়ই ভক্তের দেখা করিয়ে দেবেন তার প্রিয় নায়কের সঙ্গে। ঘটনাস্থলে থাকা  নিরাপত্তারক্ষীকেও তিনি পরামর্শ দিয়েছিলেন, “ভাই, সামলে! উনি কাঁদতে কাঁদতে অজ্ঞান না হয়ে যান, সে দিকে খেয়াল রাখুন!”

দিল্লিতে ‘টাইগার থ্রি’-র শুটিংয়ের ফাঁকেই দুবাইয়ে সালমানের এই ঝটিকা সফর। অনুষ্ঠানে তার সঙ্গী হয়েছিলেন আয়ুষ শর্মা, সোনাক্ষী সিনহা গুরু রন্ধওয়া, পূজা হেগড়ে, দিশা পাটানী, মনীশ পাল এবং সাই মঞ্জরেকর।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি