ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পরীমণির মিডিয়া ট্রায়াল করা হয়েছে, মন্তব্য হাইকোর্টের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ২৭ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৩:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০২২

মাদকসহ আটক করে চিত্রনায়িকা পরীমণির মিডিয়া ট্রায়াল করা হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একজন নারীকে পেয়ে ভিকটিম বানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

রোববার সকালে মামলা বাতিলের শুনানিতে এমন মন্তব্য করেন বিচারপতি মোস্তফা জামানের হাইকোর্ট বেঞ্চ। 

পরে আদালত মাদক মামলা বাতিল চেয়ে হাইকোর্টে পরীমণির আবেদনের উপর আদেশের দিন ধার্য করেন সোমবার। 

গেল ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন চিত্রনায়িকা পরীমণি। ফৌজদারি কার্যবিধির ৫৬১ক ধারা অনুযায়ী আবেদনটি করা হয়। 

গত বছরের ১৫ নভেম্বর মাদক আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। সেই সঙ্গে চার্জ গঠনের জন্য দিন ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়। 

এরপর গত ৫ জানুয়ারি চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-১০’র বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করেন। 

একই সঙ্গে আদালত পরীমণিসহ তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন নামঞ্জুর করেন। অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি