ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পার্টিতে তিন বলিউড কন্যা, পোশাক নজর কাড়ল ভক্তদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

আগামীদিনে তারা যে বলিউডকে এগিয়ে নেবে তা এখনই বলা যায়। নতুন প্রজন্মের সেরা মুখ বললেও ভুল হবে না এই তিন ‘বলি-কন্যাকে’। এরা হলেন শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে এবং সুহানা খান।

ভারতের শনিবার রাত মানেই পার্টি। আর সম্প্রতি এক শনিবারে রাতে এই তিন ‘বলি-কন্যা’ বেরিয়েছিলেন পার্টিতে অংশ নিতে। 

যদিও অনেক আগে থেকেই রয়েছে এই তিন কন্যার বন্ধুত্বের সম্পর্ক, সেকথা অনেকেই জানেন। ফলে তারা যদি ডিনার-ডেটে যান, তা নিয়ে কারও বিশেষ কিছু ভাবার নেই। কিন্তু এবার যা নিয়ে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তা এই তিন জনের পোশাক।

সম্প্রতি ‘গহেরাইয়া’ ছবিতে অভিনয় করেছেন অনন্যা, তাতে বেশ সুনামও পেয়েছে। তিনি এই পার্টিতে পরেছিলেন ল্যাভেন্ডার রঙের পোশাক।

তিনি রেস্তোরাঁয় পৌঁছতেই হয়ে উঠে আকর্ষণের মধ্যবিন্দু সঙ্গে ছিল ছোট ব্যাগ। তার পরে আসেন শাহরুখ-কন্যা সুহানা। তিনি পরেছিলেন ক্রপড টপ। শানায়া সেজেছিলেন সাদা পোশাকে।

এমন সময় তারা নজরে আসেন গণমাধ্যম কর্মীদের। সাংবাদিকদের সামনে ছবি তোলানোর জন্য দীর্ঘক্ষণ সময়ও দিলেন তারা। 

সূত্র: হিন্দুস্থান টাইমস

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি