ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

১৮ বছর বয়সে ব্রেস্ট ইমপ্ল্যান্টসের উপদেশ পেয়েছিলেন দীপিকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২২

সদ্য দীপিকা অভিনয় করেছেন 'গেহরাইয়া' ছবিতে। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ছবিতে দীপিকা পাড়ুকোনের অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। তবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কথায় কথায় দীপিকা ফাঁস করেছেন তার জীবনে পাওয়া সবথেকে সেরা এবং খারাপ এই দুটি উপদেশ কার থেকে পেয়েছিলেন এবং সেই উপদেশগুলো কী ছিল।

সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া ওই সাক্ষাৎকারে দীপিকা বলেছেন তিনি তার জীবনের সেরা উপদেশটি পেয়েছিলেন শাহরুখ খানের থেকে। 

বলি-সুন্দরী দীপিকা জানান , 'শাহরুখ এমনিতেই প্রায় সবসময়ই ভালো উপদেশই দিয়ে থাকেন। তবে তার থেকে পাওয়া সেরা উপদেশটি পেয়েছিলাম যা সবসময় এমন মানুষদের সঙ্গে কাজ করবে যেখানে কাজ করে আনন্দ পাবে তুমি। খুশি থাকবে তুমি। কারণ তুমি যখন কোনও একটি ছবির শ্যুটিং করছ, তখন কিন্তু তুমি স্মৃতি তৈরি করছ, মুহূর্তগুলোয় বাঁচছো। সেই কথাটি আমি আজও ভুলিনি। ভীষণভাবে মেনে চলি।'

আর সাক্ষাৎকারে জীবনে পাওয়া সবথেকে খারাপ উপদেশ কি পেয়েছেন জানতে চাইলে? সে ব্যাপারেও এতটুকুও দ্বিরুক্তি না করে জবাব দিয়েছেন দীপিকা, 'আমার যখন ১৮ বছর বয়স তখন একজন আমায় বলেছিলেন ব্রেস্ট ইমপ্ল্যান্টস করানোর জন্য। যদিও তার কোথায় মোটেও পাত্তা দিইনি। আজ ভেবে অবাক হই, সেই বয়সেই অতটা বিচক্ষণতা কী করে দেখতে পেরেছিলাম আমি।'

সূত্রঃ হিন্দুস্থান টাইমস

আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি