ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০ বার পোশাক বদল করলেন সারা! ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৫:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বলিউডের জনপ্রিয় পিতা-মাতার সন্তান সারা আলি খান। এই সময়ে নিজ কর্মের মধ্য দিয়ে বেশ নামও করেছে বলিউডে। সাথে নেটমাধ্যনে দারুণ সক্রিয় সারা। সম্প্রতি তার একটি ইনস্টাগ্রাম পোস্ট হইচই ফেলে দিয়েছে নেটপাড়ায়। নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

সম্প্রতি সেই ভিডিওতে দেখা গেছে ক্যামেরার সামনে মুহূর্তের মধ্যে পোশাক বদলাতে দেখা গেছে সারাকে।

লেহেঙ্গা, বিকিনি থেকে শর্টস এবং ওয়ান পিসে ধরা দিয়েছেন অভিনেত্রী। কয়েক সেকেন্ডের মধ্যে বিভিন্ন স্টাইলের পোশাকে দেখা মিলেছে তার।

কোনও পোশাকে অভিনেত্রীকে খুব লাস্যময়ী দেখাচ্ছে, আবার কোনও পোশাকে খুব মিষ্টি। নায়িকার ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই থাকে নেটদুনিয়ার চর্চায়।

দেশি অবতার হোক বা সাহসী স্টাইল, সারার প্রতিটি লুকই ভক্তরা পছন্দ করেন। ভিডিওতে ২০ বার অভিনেত্রীকে পোশাক বদল করতে দেখা গেছে। 

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবি দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন সারা।

এরপর রণবীর সিং-এর বিপরীত ‘সিম্বা’, কার্তিক আরিয়ানের বিপরীতে ‘লাভ আজ কাল’, বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নম্বর ওয়ান’ ছবিতে দেখা গিয়েছে। নায়িকার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আতরঙ্গি রে’। এই ছবিতে সারার সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমার ও ধনুশকে।

সুত্রঃ হিন্দুস্থান টাইমস

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি