ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুরনো গাড়ি কিনে দুর্ঘটনার কবলে কাঁচা বাদামের ভুবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ১ মার্চ ২০২২ | আপডেট: ১৩:০৪, ১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠা ভুবন বাদ্যকরের সোমবারটা ভালো কাটল না। বাড়ির সামনেই দুর্ঘটনার মুখে পড়েন তিনি। বুকে এবং মাথায় আঘাত পান। তখন সঙ্গে সঙ্গেই ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টাকে তাড়াতাড়ি বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকেরা।

জানা গিয়েছে, সম্প্রতি একটি গাড়ি কিনেছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত কুড়ালজুরি গ্রামে সোমবার সন্ধ্যায় সেই গাড়ি চালানো শিখছিলেন তিনি। 

পরিবার সূত্রে জানা যায়, তখনই দুর্ঘটনার কবলে পড়েন ভুবনবাবু। ওই গাড়ি চালানো শেখার সময়ই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারে। এতে তার বুকে এবং মুখে আঘাত লেগেছে। পরে বুকের এক্স-রে করানো হলে চিকিৎসকরা জানিয়েছেন, চিন্তা করার মতো তেমন কিছু হয়নি।

কাঁচা বাদাম গানের জন্য ভুবন বাদ্যকরের খ্যাতি এখন বিশ্বজোড়া। তানজানিয়া থেকে ফ্রান্স, অনেক বিদেশি ইউটিউবারও ওই গানে রিল বানিয়েছেন। বলিউড, টলিউডের একাধিক তারকা তার গানে নেচে ভিডিও বানাচ্ছেন। সম্প্রতি প্রতিযোগী হিসাবে দাদাগিরির মঞ্চেও যান ভুবন বাদ্যকর।  

সম্প্রতি ভুবন গণমাধ্যমে জানিয়েছিলেন, বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। এরইমধ্যে বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দিনে আরও দেড় লক্ষ টাকা টাকা তুলে দেওয়া হবে তার হাতে। জানা যায়, সেলিব্রিটি হওয়ার পর উপার্জিত টাকা দিয়েই ওই গাড়ি কিনেছিলেন তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি