ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ফের জুটি বাঁধলেন জয়-অপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৪, ১ মার্চ ২০২২ | আপডেট: ২৩:২৮, ১ মার্চ ২০২২

নতুন একটি সিনেমায় ফের জুটি বাঁধলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী। এর আগে এ জুটি ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি সিনেমায় কাজ করেছেন।

সায়েন্স ফিকশন ঘরানার নতুন সিনেমাটির নাম ‘ট্র্যাপ’। এটি পরিচালনা করছেন দ্বীন ইসলাম।

বৃহস্পতিবার এফডিসিতে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানান জয় চৌধুরী।

জয় চৌধুরী বলেন, ‘নতুন সিনেমাতে জুটি বেঁধে কাজ শুরু করছি আমি আর অপু বিশ্বাস। বৃহস্পতিবার নতুন সিনেমার কাজ শুরু হবে। এর আগে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় আমরা জুটি বেঁধে কাজ করেছি। সিনেমাটি এখনো মুক্তি পায়নি। শিগগিরই মুক্তি দেয়া হবে। আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।’

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি