ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

‘গাঙ্গুবাই’ হতে রাজি ছিলেন না আলিয়া!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ২ মার্চ ২০২২

পরিচালক সঞ্জয়লীলা বানশালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার সুবাদে বহুদিন পর হাউজফুল বোর্ড দেখল ভারতের সিনেমাহল। করোনা আবহে যেভাবে বার বার ক্ষতির মুখ দেখছিল বলিউড, সেই অবস্থা থেকে কিছুটা স্বস্তি দিল আলিয়া ভাটের এই সিনেমা। মাত্র চার দিনেই ৪০ কোটি টাকার মতো ব্যবসা করে ফেলল গাঙ্গুবাই।

তবে আলিয়ার আগে বলিউডের বেশ কয়েকজন নায়িকার কাছে এই চরিত্রটি অফার করেছিলেন সঞ্জয়লীলা বানশালি! তবে তারা চিত্রনাট্য শুনে একেবারেই না করে দিয়েছিলেন।

বলিউড গুঞ্জনে শোনা যায়, গাঙ্গুবাই চরিত্রটি প্রথমে দীপিকাকে অফার করেছিলেন বানশালি। জানা গিয়েছে, পর পর তিনবার বানশালিকে না করে দেন দীপিকা। তবে দীপিকার না করার নেপথ্যে কী কারণ রয়েছে তা স্পষ্ট নয়।

নিন্দুকদের কথায়, ‘পদ্মাবৎ’ সিনেমার পর থেকেই নাকি বানশালি ও দীপিকার মধ্যে চলছে একটা ঠান্ডা লড়াই। সেই কারণেই গাঙ্গুবাই হতে রাজি ছিলেন না দীপিকা। 

বানশালির ‘বাজিরাও মস্তানি’ ছবিতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। এমনকী, বানশালিও প্রিয়াংকা কাজ দেখে আপ্লুত হয়েছিলেন। সেই কারণে, দীপিকা না করার পর গাঙ্গুবাই হিসেবে প্রিয়াংকাকে চেয়েছিলেন বানশালি।

তবে শোনা যায়, একটি হলিউড প্রোজেক্টের কারণে বানশালির এই সিনেমা না করে দেন পিগি চপস। 

গুঞ্জনে শুনা যায়, গাঙ্গুবাই সিনেমার চিত্রনাট্য নিয়ে সবার আগে রানি মুখোপাধ্যায়ের কাছেই গিয়েছিলেন বানশালি। তবে চিত্রনাট্য পছন্দ হওয়া স্বত্বেও রানি না করে দেন। শোনা যায়, যশরাজ ব্যানার ও বানশালির প্রযোজনা সংস্থার মধ্যে ঠান্ডা লড়াইয়ের জন্যই নাকি এমন সিদ্ধান্ত নেন রানি। 
তবে শুধু আলিয়ার চরিত্রই নয়। সিনেমাতে অভিনেতা বিজয়রাজ যে বৃহন্নলার চরিত্রটি করেছেন তার জন্য বানশালির প্রথম পছন্দ ছিল নওয়াজউদ্দিন সিদ্দিকি। তবে নওয়াজ চিত্রনাট্য শুনে একেবারেই বানশালিকে না করে দেন।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি