ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যেন স্বর্গীয় স্বাদ! কেন এমন অনুভূতি মিমি চক্রবর্তীর?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ৩ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

অভিনয়ের পাশাপাশি সংসদের দায়িত্বও সামলান টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এর মাঝে যেটুকু সময় পান, নতুন নতুন জায়গায় ঘুরতে বেড়িয়ে পড়েন এই অভিনেত্রী। ভালোবাসেন প্রকৃতির মাঝে থাকতে। এটাই যেন তার কাছে স্বর্গীয় অনুভূতি। এবার নিজের এই অনুভূতি অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন ছোট্ট একটি ভিডিও। 

ছোট্ট এই ভিডিওটি তোলা হয়েছে একটি স্ট্রবেরির বাগানে। তবে কোন জায়গার এই বাগান সেই সম্পর্কে কিছু জানাননি অভিনেত্রী। তবে ভিডিওতে দেখা যায় বাগানে পৌঁছে বেশ খুশি হয়েছিলেন তিনি। ঘুরে ফিরে বেছে নেন নিজের পছন্দের স্ট্রবেরি। গাছ থেকে পেড়ে নিয়েই খেতে শুরু করে দেন। 

আর ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘স্বর্গীয় অনুভূতি’।

এর কিছুদিন আগে মিমি ঘুরতে গিয়েছিলেন সোলো হিমাচল পাহাড়ি এলাকায়। সেখানকার ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন। অনেকের ধারণা এই ভিডিওটিও সেখানেরই হতে পারে। তবে যেখানেরই হোক, মিমির অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল স্ট্রবেরিটি বেশ মিষ্টি ছিলো।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি