ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নারী ভক্তের কাণ্ড দেখে অবাক বরুণ ধাওয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ৩ মার্চ ২০২২ | আপডেট: ২২:০৩, ৩ মার্চ ২০২২

ভারতের বলিউডে নতুন প্রজন্মের নায়কদের মধ্যে বেশ নাম করেছেন বরুণ ধাওয়ান। এই সময়ে বরুণ ধাওয়ানের ফ্যান সংখ্যাও অনেক। আর ইতিহাস বলে তারকাদের প্রতি ভক্তদের আবেগের বহিঃপ্রকাশ নানা ভাবেই ঘটে।

ঠিক এমনি এক ঘটনা ঘটল বরুণের সাথে। সম্প্রতি এক মধ্যবয়স্কা ভক্ত বুধবার যা ঘটালেন তা শুনলে অনেকটা চমকে যাওয়ার মতো। ইতমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি ভিডিও। আর সেখানে বরুণ ধাওয়ানের এক ভক্ত অভিনেতাকে নিজের গয়নার দোকানে আমন্ত্রণ জানাচ্ছে। শুধু তাই নয়, এরপর সে যা বলল তাতে অবাক বরুণ!

ভিডিওতে দেখা গেছে বরুণ নিজের গাড়িতে উঠতে যাবেন, সেই মুহূর্তে পাপারাজ্জিদের জন্য পোজ দিতে ব্যস্ত তিনি। সেই সময়ই দৌঁড়ে ওই ফ্যান ছবি তুলতে ছুটে আসেন বরুণের কাছে। এরপর নিজের গয়নার দোকানে প্রিয় তারকাকে আমন্ত্রণ জানিয়ে বলে, ‘কোনওরকম টাকা লাগবে না, ফ্রি-তে গয়না নিয়ে যান’। এটা শুনে তো বরুণ হাসি চাপতে পারেননি। 

বলে উঠেন, ‘আরে বাপরে! ফ্রি-তে সোনা দেবেন না’। এরপর ওই মহিলা ভক্ত যোগ করেন, ‘কোনওরকম মেকিং চার্জ লাগবে না’।

তারপর শেয়ার করা সেই ভিডিওর কমেন্ট বক্সে বরুণের জন্য উপচে পড়ছে প্রশংসা। কেউ বলছেন, 'বরুণ একদম মাটির মানুষ'। কেউ লিখেছেন, স্টার কিড হলেও বরুণের মধ্যে কোনও অহংকার নেই'। সূত্র: হিন্দুস্থান টাইমস

আরএমএ/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি