ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পোশাকের উপর লাল অন্তর্বাস! নতুন ছবির ঝলক রণবীরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ৪ মার্চ ২০২২

দর্শকদের প্রশংসা পেলেও রণবীর সিংয়ের ৮৩ বক্স অফিসে খুব একটা সফল হয়নি। প্রথমটায় অবাকই হয়েছিলেন। হয়েছিলেন কিছুটা হতাশও। তবে এই হতাশা ভুলে রণবীর এখন ফের নেমে পড়লেন মাঠে। তবে এবার কোনও খেলোয়াড়ের বায়োপিক নয়, বরং সুপারহিরো সুপারম্যানের স্টাইলে নতুন ছবি ‘জয়েশভাই জোরদারে’ দেখা যাবে রণবীর সিংকে। আর সেই ছবিরই মুক্তি তারিখ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন রণবীর সিং।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন রণবীর সিং। যেখানে নতুন এই ছবির প্রচার করেছেন একেবারে নতুন কায়দায়। এই ভিডিওতে রণবীরকে দেখা গিয়েছে নানা হিরোর লুকে। রণবীর এই ভিডিওতে জানিয়েছেন, পুলিশওয়ালা হিরো, গুন্ডেওয়ালা হিরো, মহাকাশের হিরো থেকে লাল চড্ডিতে সুপারম্যান অবতারে থাকা হিরো সবার ঝলক একাই তুলে ধরলেন রণবীর সিং।

এই ভিডিওতেই রণবীর জানিয়েছেন ছবিটির মুক্তি মে মাসের ১৩ তারিখ। এই ছবিতে গুজরাটির ভূমিকায় অভিনয় করছেন রণবীর।

২০২০ সালে এই ছবির শ্যুটিং সেরেছিলেন রণবীর সিং। যশ রাজ ফিল্মসের বান্যারে এই ছবি প্রযোজনা করেছেন মণীশ শর্মা। পরিচালক দিব্যাঙ্গ ঠক্কর।  এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্পই বলবে ‘জয়েশভাই জোরদার’।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি