ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

খল চরিত্রে মিথিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ৪ মার্চ ২০২২

মিথিলার আবাস এখন কোলকাতায়। সেখানে কাজও শুরু করেছেন ইতিমধ্যে। তবে মনে প্রাণে তিনি বাংলাদেশের তারকা। তাই সুযোগ আসলেই লুফে নেন নিজের পছন্দের কাজ। এবার নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন মিথিলা। 

এ নির্মাতার ‘কাজলরেখা’ সিনেমাতে দেখা যাবে সৃজিতের স্ত্রীকে। তবে চমক হচ্ছে এই প্রথম খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মিথিলা। চারশ বছরের পুরোনো প্রচলিত কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি।

জানা গেছে, সিনেমার কঙ্কন দাসীর চরিত্রে অভিনয় করবেন সাবেক তাহসান পত্নি। পর্দায় তুলে ধরবেন নিজের ভিন্ন রূপ। 

এ নিয়ে মিথিলা বলেন, “কঙ্কন দাসী একটি শত্তিশালী চরিত্র। সে বুদ্ধিমতী এবং উচ্চাকাঙ্ক্ষী। এমন একটি চরিত্র পর্দায় তুলে ধরা বেশ চ্যালেঞ্জিং। তারপরও কাজটি করতে চাই। কারণ, এর আগে এমন নেতিবাচক চরিত্রে অভিনয় করা হয়নি। এটা আমার ক্যারিয়ারের জন্য নতুন এক অভিজ্ঞতা হবে। আর ভালো লাগার আরেকটি বিষয় হলো, এই প্রথম গিয়াস উদ্দিন সেলিমের কোনো সিনেমাতে অভিনয় করছি। তার মতো গুণী নির্মাতার সঙ্গে কাজ করতে পারা যে কারও জন্যই আনন্দের। আশা করছি, তার নির্দেশনায় ভালো কিছু করে দেখাতে পারব।”

এ সিনেমাতে আরও অভিনয় করছেন মন্দিরা, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, খায়রুল বাশার, সাহানা সুমী প্রমুখ।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি