ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

‘পোশাক কি রণবীরের তৈরি?’ আবার বিদ্রুপের শিকার দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ৭ মার্চ ২০২২

ক্যারিয়ারের খুব ভালো সময় কাটাচ্ছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। শুধু তিনি নন তার স্বামী রণবীর সিংও বেশ ভালো সময়ই কাটাচ্ছেন। কিন্তু ঘুরেফিরে বারেবারে বির্তক যেনো এসে পড়ছে তাদের গায়ে।

আর এবার যেনো নতুন বির্তক দীপিকার উপর আসলো পোশাক নিয়ে। সম্প্রতি বিমানবন্দরে টকটকে লাল পোশাক পরে দেখা মেলে অভিনেত্রী দীপিকার। ঠিক তখনি শুরু হয় প্রশ্ন আর কটাক্ষ।

প্রশ্ন ওঠে পোশাকটি কি স্বামী রণবীর সিং তৈরি করে দিয়েছেন?

শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় অভিনয় করছেন দীপিকা। সেই ছবির শুটিং করার জন্যই স্পেনে যাচ্ছিলেন অভিনেত্রী।

বিমানবন্দরে এসেছিলেন টকটকে লাল রঙের পোশাকে সেজে। সোয়েটার, প্যান্ট থেকে মাথার টুপি  সবই লাল রঙের পরেছিলেন অভিনেত্রী।

তার সঙ্গে জুতো পরেন গোলাপি রঙের। সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। এতেই কটাক্ষ এবং বিদ্রুপের বন্যা বয়ে যায়। 

দীপিকার এই লাল পোশাকের জন্য তার স্বামী রণবীর সিংয়ের ফ্যাশন সেন্সকেই দায়ী করেছেন নেটিজেনদের একাংশ।  আবার অনেকে তাকে রণবীরের যোগ্য স্ত্রী আখ্যা দিয়েছেন। কেউ আবার জানতে চেয়েছেন তিনি রণবীরের থেকে স্টাইল শিখছেন কিনা। 

উল্লেখ্য, এর আগে ‘গেহরাইয়াঁ’ ছবির প্রচারে কমলা পোশাক পরায় কটাক্ষের শিকার হন দীপিকা। কেউ দীপিকার এই পোশাককে জঘন্য বলে কটাক্ষ করেছেন, কেউ বলেছেন ভয়ংকর।

কীভাবে এমন পোশাক দীপিকা পরতে পারেন? তিনি কি উরফি যাদবের অদ্ভুত পোশাক পরার স্টাইলকে নকল করছেন? এমন প্রশ্নও উঠেছিলো সেই সময়। 

সুত্রঃ সংবাদ প্রতিদিন

আরএমএ

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি