ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মীর কীভাবে হয়ে গেলেন সরমা দাশগুপ্ত ?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ৭ মার্চ ২০২২

নাম বিভ্রাটে এবার মীর। হঠাৎ করে যেন বদলে গেল নাম। আর শুধু কি নাম সাথে লিঙ্গও! এ কীভাবে সম্ভব?

বিষয়টি আসলে ঘটেছে ভুল করেই। সরমা দাশগুপ্ত নামে এক নারীকে পাঠানো জন্মদিনের শুভেচ্ছা চলেগেছে মীর আফসার আলির কাছে। আর সেই মেসেজের স্ক্রিনশট শেয়ার করেই মজার ছলে নাম বদলের কথা উল্লেখ করেন মীর স্বয়ং।

একটি গাড়ি ব্যাবসাকারী সংস্থা চেয়েছিলেন সরমা দাশগুপ্তকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাতে কিন্তু তা চলে যায় ভুল ঠিকানায়। আর সেই ম্যাসেজের স্ক্রিনশটটি মজার ছলে শেয়ার করেন মীর।

এই স্ক্রিনশটটি শেয়ার করেই মীর লেখেন, “নিজের নামটি বরাবর প্রিয় তবে এই সংস্থা যখন একথা বলছে, আমার সেভাবে কোনও আপত্তি নেই। শুধু একটা হলফনামা দিতে হবে। কিন্তু এক মিনিট! দাঁড়ান! দাঁড়ান! আমার তো এই গাড়িই নেই! যাকগে সংস্থাকে অনেক ধন্যবাদ। শুধু একটা খেদ রয়ে গেল সরমা দাশগুপ্ত নামের মহিলা নিজের জন্মদিনের শুভেচ্ছাটি হয়তো পেলেন না। “

তবে গাড়ি প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে মীরের কোনও অভিযোগ বা খেদ নেই। বিশেষ দ্রষ্টব্য হিসেবে সেকথাও জানিয়ে দেন মীর। ঠাট্টার ছলে তো এমন পোস্ট তিনি প্রায় করেই থাকেন। 

সুত্রঃ সংবাদ প্রতিদিন

আরএমএ

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি