ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার হলিউডে আলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ৮ মার্চ ২০২২

বলিউড অভিনেত্রী আলিয়া’র নতুন সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সপ্তাহ পার না হতেই ব্যবসা করেছে একশ’ কোটি টাকার বেশি। সেই সঙ্গে তার অভিনয়শৈলী প্রশংসায় ভাসছে। আর এই সাফল্যের মধ্যেই এসেছে নতুন খবর। বলিউড পেরিয়ে হলিউডের পথে পা বাড়িয়েছেন মহেশ ভাট কন্যা।

এ মূহুর্তে আলিয়ার হলিউড যাত্রা নিয়েই চলছে বলিউডে আলোচনা। জানা যাচ্ছে, হলিউড সিনেমার পরিচালক টম হারপারের নতুন ক্রাইম থ্রিলারে এবার দেখা যাবে আলিয়া ভাটকে। সিনেমার নাম ‘হার্ট অফ স্টোন’। এই সিনেমাতে আলিয়ার সঙ্গে দেখা যাবে ‘ওয়ান্ডার উইম্য়ান’ সিনেমা খ্যাত গ্যাল গোডোকে। রয়েছেন জ্যামি ডোরনেনও। আলিয়ার এই সিনেমা মুক্তি পাবে নেটফ্লিক্সে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ঘোষণা করা হয়েছে।

এর আগেও বহু বলিউড তারকা হলিউড সিনেমাতে অভিনয় করেছেন। সে তালিকাটাও বেশ লম্বা। এদের মধ্যে রয়েছেন- ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, ইরফান খান, অনিল কাপুর। এবার সেই তালিকাতেই ঢুকে পড়লেন আলিয়া।
সূত্র: সংবাদ প্রতিদিন
আরএমএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি