ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কঠিন রোগে আক্রান্ত নাসিরউদ্দিন শাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ৮ মার্চ ২০২২

বলিউডের বিখ্যাত অভিনেতা নাসিরউদ্দিন শাহ ‘অনোম্যাটোম্যানিয়া’ নামের এক বিচিত্র রোগে আক্রান্ত হয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি নিজের মুখেই জানিয়েছেন এই অসুখের কথা।

এই বিষয়ে নাসিরউদ্দিন জানিয়েছেন, এটি এমন একটি রোগ যার কারণে ব্যক্তি একই শব্দ বার বার বলতে থাকেন। এমনকি, একটি বাক্য বা কবিতার পংতিও বিনা কারণ ছাড়াই বলে যেতে পারেন।

অভিনেতা আরো জানান, ব্যক্তিগত ভাবে ব্যাপারটিকে খুব একটা অপছন্দ না করলেও, এর ফলে তিনি কখনোই স্থির থাকতে পারেন না। এমনকি, ঘুমের মধ্যেও পছন্দের কোনও পরিচ্ছেদ বলতে থাকেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, ‘অনোম্যাটোম্যানিয়া’য় আক্রান্ত কোনও ব্যক্তি অস্থিরতার ফলে কখনও কখনও একই কথা বার বার বলে যেতে পারেন, আবার এমনও হতে পারে যে কোনও নির্দিষ্ট কিছু শব্দ কোনও ভাবেই মনে করতে পারেন না সংশ্লিষ্ট ব্যক্তি। 

কিন্তু কেন এমন হয়- তার সঠিক কারণ নিশ্চিত করে বিশেষজ্ঞরা না জানালেও, এই সমস্যা বৃদ্ধি পেলে আক্রান্তের দৈনন্দিন জীবনে প্রভাব পড়তে পারে।

যদিও সাধারণত খুব একটা সমস্যা না হলেও অসুবিধা যদি বেড়ে যায় তবে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি।

সাধারণত ‘অনোম্যাটোম্যানিয়া’র চিকিৎসায় ব্যবহৃত হয় ‘কগনিটিভ বিহেভিওরাল থেরাপি’। এটি একটি বিশেষ ধরনের কাউন্সেলিং। তবে দৈনন্দিন জীবনের অস্বাভাবিক প্রভাব পড়লে অন্যান্য ধরনের চিকিৎসারও প্রয়োজন পড়তে পারে।
সূত্র: আনন্দবাজার
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি