ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

জীবনের সেরা জন্মদিন পালন অনুপমের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ৯ মার্চ ২০২২

কর্ম ও দক্ষতা তাকে নিয়ে গেছে অনুকরণীয় স্থানে। তাই তো বলিউডের মাষ্টার বললে একটুও ভুল হবে না অনুপম খেরকে। তাদের মত বর্ষীয়ানদের দেখানো পথেই হাঁটেন নতুন প্রজন্ম। বলিউডের এ জনপ্রিয় অভিনেতা পা রেখেছেন ৬৭ বছরে।

বর্ষীয়ান এ অভিনেতা এবারের জন্মদিনটি কাটিয়েছেন তার আসন্ন সিনেমা ‘উঁচাই’র শুটিং স্পটে। 

শুটিং নিয়ে কাজের ব্যস্ততা তো রয়েছেই, তাই বলে মাষ্টার মশায়ের জন্মদিন উদযাপন হবে না, তা তো হতে পারে না! পরিচালক সূরজ বরজাতিয়ার এই সিনেমার সেটেই জমকালোভাবে পালন করা হল অনুপম খেরের জন্মদিন। ওই অনুষ্ঠানের একটি ভিডিও নিজেই শেয়ার করেছেন অনুপম খের। সেখানে দেখা যাচ্ছে, কিছু না জানিয়েই বর্ষীয়ান অভিনেতার জন্য এই সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশনের আয়োজন করেছিল ‘উঁচাই’র শুটিং ইউনিট। সেটে ‘বার্থডে বয়’ ঢোকা মাত্রই চারদিকে হাততালির সঙ্গে শুরু হয় বার্থডে শুভেচ্ছা। সিনেমার সহ-অভিনেতারা অমিতাভ বাচ্চন, ড্যানি ডেনজোংপা এবং বোমান ইরানিরাও উষ্ণ আলিঙ্গন করেন অনুপমকে। 

এই ভিডিও শেয়ার করে বর্ষীয়ান অভিনেতা লিখেছেন, ‘‘উঁচাই’র সেটে সেরা জন্মদিন পালন। একেবারে স্বপ্নের মতো। অনেক ধন্যবাদ সূরজ বরজাতিয়া, অমিতাভ বাচ্চন, ড্যানি সাব, বোমান ইরানি।’ 

পাশাপাশি সিনেমার পুরো ইউনিটকেও নিজের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি বার্থডে বয়। 
সুত্র: হিন্দুস্থান টাইমস
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি