ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

একুশে টেলিভিশনে কুইজ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ৯ মার্চ ২০২২

স্বাধীনতার মাসে কুইজে অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ দিচ্ছে একুশে টেলিভিশন।   

‘মুক্তিযুদ্ধের কুইজ জয় বাংলা বাংলার জয়’ নামের এই মাসব্যাপী বিশেষ আয়োজনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং ইতিহাসনির্ভর বিভিন্ন ঘটনার আলোকে প্রতিদিন দর্শকদের জন্য থাকছে একটি কুইজ। 

সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রতিদিন নির্বাচিত একজন পাবেন সেভরির পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার।

এছাড়া সপ্তাহের সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে নির্বাচিত একজনের জন্য রাস রিসোর্টে দুই দিন এক রাত থাকার কাপল অফার রয়েছে। 

আর মাসব্যাপী এসএমএসের মাধ্যমে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে নির্বাচিত তিনজনের জন্য থাকছে কক্সবাজারের পাঁচ তারকা হোটেল সিগালে তিন দিন দু্ই রাত থাকার কাপল অফার।   

কুইজের সঠিক উত্তরটি জানাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ETV স্পেস সঠিক উত্তর (A,B,C,D) লিখে 26969 এই নম্বরে পাঠাতে হবে।

এএইচএস

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি