ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

মা হতে চলেছেন বিপাশা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ১০ মার্চ ২০২২

সম্প্রতি স্বামীর সঙ্গে এক ডিনার ডেটে গিয়েছিলেন বিপাশা বসু। সেখানেই ক্যামেরার সামনে পড়তে হয় এই যুগলকে। আর সেই ছবি সামনে আসতেই তা নিয়ে জল্পনা শুরু অভিনেত্রীকে নিয়ে। মা হতে চলেছেন বিপাশা বসু। অন্তত নায়িকার নতুন ছবি দেখে এমনটাই মত ভক্তদের। এমনকী, কেউ কেউ তাকে মা হতে চলার জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। 

স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে রাতে ডিনার ডেটে ফ্যাশন আইকন বিপাশা তার ওয়েল-ফিটেড পোশাক ছেড়ে পরেছিলেন ওভারসাইজড টি-শার্ট ড্রেস। আর যা থেকেই জল্পনার সূত্রপাত।

এই ছবি ভাইরাল হবার পর থেকেই নেটিজেনরা ভাবতে থাকেন তাহলে কি তিনি আর করণ প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন? এই কারণেই কী বেবি বাম্প লুকোতে এমন পোশাক পরেছেন বিপাশা?

এইসব পোস্টের কমেন্ট সেকশনে ঝগড়াও শুরু হয়ে গেছে। কারও মত ঢিলে পোশাক পরার কারণ মুম্বাইয়ের গরম, আর কারও মতে আসল কারণ হল বেবি বাম্প!

যদিও এই বিষয়ে বিপাশা-করণ দম্পতির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। 

প্রসঙ্গগত, ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। কয়েকদিন পরেই পূর্ণ হবে তাদের বিবাহের ৬ বছর।
সুত্র: হিন্দুস্থান টাইমস
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি