ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

২০ সিনেমা হলে রাজ-পরীর ‘গুণিন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ১১ মার্চ ২০২২ | আপডেট: ১৬:০৬, ১১ মার্চ ২০২২

যে সিনেমার শুটিং করতে গিয়ে রাজ-পরী একে অন্যের জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন, ‘গুণিন’ নামের এই সিনেমাটি মুক্তি পেয়েছে শুক্রবার।

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটি দেশের ২০টি প্রেক্ষাগৃহে একযোগে চলছে। হলের তালিকা প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

গ্রামের ওঝা রজব আলী গুণিনকে নিয়েই সিনেমার গল্প। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। গুণিনের তিন নাতি- রহম, আলী ও রমিজ। ওঝা গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

‘গুণিন’ সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। পরী আছেন রাবেয়া চরিত্রে, অন্যদিকে রমিজের ভূমিকায় শরিফুল রাজ। 

এ ছাড়া আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি