ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গানই আমার প্রথম প্রেম: মিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ১২ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

তাসবিয়া বিনতে শহীদ মিলা; মিলা ইসলাম নামে সবচেয়ে বেশি পরিচিত তিনি। ফিউশন ও লোকধারার গান পরিবেশন করে মিলার মতো জনপ্রিয়তা  অন্য কেউ পাননি। প্রথম অ্যালবাম দিয়েই সারাদেশে সাড়া ফেলে দিয়েছিলেন। এরপর একে একে জীবনে শুধু সাফল্যই গুনেছেন। তবে ব্যক্তিগত কারণে কিছুদিন বিরতি নিয়ে আবারও সরব হয়েছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে মিলা বলেন, ‘‘কোনোদিনই আমি হারিয়ে যাইনি। কারণ গানটাই আমার প্রথম প্রেম, একান্ত ভালোবাসা। আমার শ্রোতাদের কারণেই আমি আজকের মিলা।’’ 

তাই তার জীবনে যত ঘটনাই ঘটেছে স্টেজ শো করে গেছেন তিনি। শুধু তাই নয়, সামনেও অনেক শোতে তিনি গাইবেন বলে জানালেন।

তিনি বলেন, ‘‘আমাকে স্টেজে সবাই খুব মিস করছে। আমি নিজেও স্টেজকে মিস করছি। স্টেজের জন্যই মানুষ আমাকে এত চায়। জীবনে আমি কোনো দর্শককে নিরাশ করিনি।’’

মিলা যোগ করে বলেন, ‘‘করোনার পর শোগুলোতে আমার গানে মানুষ যে আনন্দ করেছে, হেসেছে সেটা আমাকে তুন উদ্যমে বাঁচার সাহস দিয়েছে।’’ 

আর্মি স্টেডিয়ামের একটি কথা শেয়ার করে মিলা বলেন, ‘‘একজন লোক ব্যাকস্টেজে এসে বললেন, তিনি আমার বড় ভক্ত। তিনি কর্পোরেট চাকরি করেন। আমি পায়ে বুট পরি বলে তিনিও সেখানে বুট পরে এসেছেন। আমি অবাক হলাম। তিনি আমার দোলা দে গান এ নাচতে চাইলেন। সঙ্গে সঙ্গে চোখে পানি চলে এলো। গানটি স্টেজে তার জন্য গেয়েছি এবং তাকে ডেকে ছবিও তুলেছি। এই যে মানুষের ভালোবাসা, এটাই নতুন করে প্রেরণা জোগাচ্ছে আমাকে।’’ 

নতুন গান নিয়ে মিলা বলেন, ‘‘আমি জানি সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আমার নতুন গানের জন্য। আমি কাজ করছি। যদি বড় কোনো ধরনের সমস্যা না হয় তবে ঈদে গান প্রকাশ করবোই ইনশাআল্লাহ।’’

এরই ভেতরে নতুন গানের কাজও শুরু করেছেন মিলা। এছাড়া দেশের বাইরে বেশ কিছু শোয়ের ব্যাপারেও কথা চলছে বলে জানান তিনি।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি