ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বলিউড আমাকে এইচএসসিতে ফেল করা থেকে বাঁচিয়েছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ১২ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। সিনেমাতে অসাধারণ অভিনয় করে প্রশংসায় ভাসছেন আলিয়া। সঞ্জয় লীলা বানসালির সিনেমার পুরো দৃশ্যজুড়েই ছিলেন আলিয়া। মুক্তির এক সপ্তাহেই ১০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

বলিউডে আসন করে নেয়ার পর সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘‘আমি যদি এই সিনেমাতে অভিনয়ের সুযোগ না পেতাম, তা হলে নিশ্চিত এইচএসসি পরীক্ষা দিতে হতো। আর তার চেয়েও নিশ্চিত যে ফেল করতাম। তাই বলিউড আমাকে এইচএসসিতে ফেল করা থেকে বাঁচিয়েছে।’’

জীবনের সেরা মুহূর্তে দাঁড়িয়ে আছেন আলিয়া ভাট। তার জীবনের স্বপ্ন ছিল সঞ্জয় লীলা বানসালির সিনেমায় অভিনয় করা। সেই অভিনয় বড় পর্দায় তৈরি করেছে এক আইকনিক চরিত্র। 

সাধারণত বলিউডের শিল্পীদের দুই ভাগে ভাগ করা হয়। ‘সুপারস্টার’ আর ‘আর্টিস্ট’। আলিয়া এ ক্ষেত্রে ব্যতিক্রম। তাকে বলা হচ্ছে একই সঙ্গে তারকা আর গুণী অভিনেত্রী।

আলিয়ার জন্ম ১৯৯৩ সালের ১৫ মার্চ। পড়াশোনা কখনই ভালো লাগতো না তার। শতকরা ৭১ ভাগ নম্বর নিয়ে এসএসসি পাস করেন। উচ্চমাধ্যমিক পড়তে পড়তে ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমার প্রস্তাব আসে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি