ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ফিল্মফেয়ারে মনোয়ন পেলেন মোশাররফ-জয়াসহ চার তারকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ১৫ মার্চ ২০২২

পশ্চিমবঙ্গের ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২১’ এ বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি চার তারকা মনোনয়ন পেয়েছেন। তারা হলেন মোশাররফ করিম, জয়া আহসান, আসিফ ইকবাল ও মাহতিম সাকিব।

পঞ্চমবারের মত কলকাতায় হতে চলেছে ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠান। আর এবার বাংলাদেশ থেকে সেরা অভিনেতা হিসেবে মোশাররফ করিম ও জয়া আহসান, গীতিকার হিসেবে আসিফ ইকবাল ও সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ) হিসেবে মাহতিম সাকিব মনোনয়ন পেয়েছেন। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে ফিল্মফেয়ার। 

টালিগঞ্জের ‘ডিকশনারি’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে ভারতের অন্যতম প্রাচীন চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছেন অভিনেতা মোশাররফ করিম। 

এবারের আয়োজনে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি আরেক তারকা অভিনেত্রী জয়া আহসান। ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী কেন্দ্রীয় চরিত্র ও সমালোচক- দুই বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।

আর এবারই প্রথম কোনো গীতিকবি বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি হলেন আসিফ ইকবাল। ‘অল্প হলেও সত্যি’ সিনেমা’র ‘মায়ার কাঙাল আমি’ গানের জন্য এই মনোনয়ন পান তিনি।
তরুণ গায়ক মাহতিম সাকিব ‘প্রেম টেম’ চলচ্চিত্রে ‘তাকে অল্প কাছে ডাকছি’ শিরোনামের গানটির জন্য মনোনয়ন পেয়েছেন।

১৭ মার্চ কলকাতায় ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২১’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি