ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নতুন অধ্যায় শুরু করছেন শাহরুখ খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ১৫ মার্চ ২০২২

শাহরুখ খানকে নিয়ে কানাঘুষোয় শিলমোহর। নতুন অধ্যায় শুরু করতে চলেছেন কিং খান। ওটিটি-তে আসছেন তিনি।

নিজের বিখ্যাত ছবির নাম ধার করে টুইটারে শাহরুখ লিখেছেন, ‘কুছ কুছ হোনে ওয়ালা হ্যায় ওটিটি কি দুনিয়া ম্যায়’। বাংলায় যার সারমর্ম, ‘ওটিটি দুনিয়ায় কিছু একটা হতে চলেছে।’ ওটিটি-র নতুন কাজের ঝলকে কিং খান স্বয়ং। পাশে উজ্জ্বল হরফে লেখা, ‘এসআরকে প্লাস’।

এই ‘এসআরকে প্লাস’ ঠিক কী, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন ‘কিং’। তবে ওটিটি-তে তার অভিষেকের আভাস মিলেছিল আগেই। গত সেপ্টেম্বরে এক বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্মের প্রচারের অংশ হয়েছিলেন শাহরুখ। 

মনে করা হয়েছিল, বলিউডের অন্যান্য তারকাদের মতো তিনিও এ বার ওয়েব দুনিয়ায় মুখ দেখাতে পারেন। কিন্তু তার পরেই মাদক কাণ্ডে জড়িয়ে পড়েন আরিয়ান খান। ছেলেকে নিয়ে আইনি জটিলতায় কাজ থমকে যায় শাহরুখের।

বলিউডের ‘বাদশা’কে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে ২০১৮ সালে। ‘জিরো’-য়। বক্স অফিসে ভাল ব্যবসা করেনি সেই ছবি। করোনাকালে একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পেয়েছে ওটিটি-তে। শাহরুখের এই নতুন প্রচার ঝলক কি তেমনই ইঙ্গিত দিচ্ছে? তবে কি প্রতিযোগিতায় সামিল হতে সহকর্মীদের পথেই হাঁটছেন তিনি? উত্তর মেলেনি।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি