ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বানরের কামড়ে আহত তমা মির্জা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ১৬ মার্চ ২০২২ | আপডেট: ১৯:০১, ১৬ মার্চ ২০২২

শুটিং করতে গিয়ে বানরের কামড় খেয়ে বিপাকে পড়েছেন অভিনেত্রী তমা মির্জা। বানর তার হাতে কামড় দেয়ায় হাতে ক্ষত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় ‘নিখোঁজ সংবাদ’ নামের একটি নাটকের শুটিং করছিলেন তমা। তিনি জানান, বানরের খেলা দেখানোর একটি দৃশ্য করার সময় আকস্মিকভাবে বানরটি তার বাঁ হাত কামড়ে দেয়।

তমা বলেন, ‘‘আমি পুরোপুরি চরিত্রের মধ্যে ডুবে ছিলাম। দৃশ্য চলাকালীন হঠাৎই বানরটা কামড়ে দেয়। এমনভাবে কামড় দিয়েছে যে ছাড়ানো যাচ্ছিল না। পরে বানরের মালিক এসে ছাড়ায়। জানতে পেরেছি, বয়স কম বলে ভালোভাবে ট্রেনিং না করানোয় এমনটা করেছে বানরটা।’’

বানরের কামড়ে হাতে বেশ রক্তপাত হয়েছে বলে জানিয়েছেন তমা। ঘটনার পর ২ ঘণ্টা শুটিং বন্ধ রাখা হয় এবং পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে আশঙ্কামুক্ত বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘‘ডাক্তার বলেছেন চিন্তার কোন কারণ নেই। তবে এখনও জ্বালাপোড়া ও ব্যাথা অনুভব করছি। তাই হাতে ব্যান্ডেজ করে দিয়েছেন আর কিছু ওষুধপত্র দিয়েছেন।’’

তমা আরও বলেন, ‘‘এখনও বানরের সঙ্গে কিছু দৃশ্য আছে। ভালোয় ভালোয় শেষ করতে পারলেই হয়। এ ধরণের ভিন্নধর্মী চরিত্র আগে কখনও করিনি।’’

সাদেক সাব্বিরের পরিচালনায় ‘নিখোঁজ সংবাদ’ নাটকে তমা মির্জার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা শ্যামল মাওলা।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি