ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদে হলে আসছে শাকিব খানের দুই সিনেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ১৭ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

হলে নতুন সিনেমা ফিরলেও দীর্ঘদিন হলে নেই ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের কোনো সিনেমা। তবে দর্শকদের সেই অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে। আগামী ঈদুল ফিতরে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের দুই সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির দেড় মাস আগেই সিনেমাগুলোর হল বুকিং এরই মধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।
 
জানা গেছে, এবারের ঈদে শাকিব খানের ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমা দুটি মুক্তি পাচ্ছে। মুক্তির দেড় মাস আগেই সিনেমা দুটির হল বুকিং শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। 

সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘‘এরইমধ্যে ১৫টির মতো হল চূড়ান্ত হয়েছে। মৌখিক কথা হয়েছে আরও ২০টি হলের সঙ্গে। তবে মাত্রই তো শুরু হলো। আমাদের হাতে এখনও দেড় মাস সময় আছে। এরমধ্যে পুরনো অনেক হলই খুলবে।’’

উল্লেখ্য, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘গলুই’। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরী। এস এ হক অলিকের পরিচালিত এই সিনেমাটিতে আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে।

অন্যদিকে, অ্যাকশন ঘরানার সিনেমা ‘বিদ্রোহী’ এর আগে একাধিকবার মুক্তির কথা বলেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। তবে প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাকশন অপূর্ব রায় জানান, তারা ৬ মাস আগেই মুক্তির ডেট নিয়ে রেখেছেন। এবার ঈদে সিনেমাটি আসছে। 

‘বিদ্রোহী’ সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন। শাকিব খান ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, মৃদুলাসহ অনেকে।

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি