ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী জয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ১৮ মার্চ ২০২২ | আপডেট: ০৮:৩৭, ১৮ মার্চ ২০২২

ভারতের অন্যতম স্বীকৃতির মঞ্চ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা মঞ্চে উঠলেন ঢাকার জয়া। তৃতীয়বারের মতো এই মঞ্চে উঠলেন তিনি, ঘরে ফিরলেন সেরা অভিনেত্রীর পুরস্কার নিয়ে। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে কলকাতা শহরে বসে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার জমকালো এই আসর। এদিন প্রায় মধ্যরাতে তারকাখচিত আসরে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসানের নাম ঘোষণা করা হয়। ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয় শাখায় এ পুরস্কার অর্জন করেন জয়া।

এ বছর ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেত্রী। সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌড়ে জয়াকে লড়তে হয়েছে টালিউডের স্বনামধন্যাদের সঙ্গে- অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী ও রুক্মনি মৈত্র। তাদের টেক্কা দিয়ে শেষ পর্যন্ত পুরস্কার জিতে নিলেন জয়া। 

এর আগে টালিউডের ছবি ‘বিসর্জন’ এর জন্য জনপ্রিয় শাখায় (১৭ ফেব্রুয়ারি ২০১৮) এবং ‘রবিবার’–এর জন্য সমালোচক বিভাগে একই পুরস্কার পান (৩১ মার্চ ২০২১) জয়া আহসান।

এদিকে এবারের আসরে জয়া আহসান ছাড়াও মনোনীত ছিলেন বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম, গীতিকবি আসিফ ইকবাল ও কন্ঠশিল্পী মাহতিম সাকিব।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি