ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

তারার হাট বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ২২ মার্চ ২০২২ | আপডেট: ১৩:০৬, ২২ মার্চ ২০২২

বাংলাদেশে চলচ্চিত্রে সবচেয়ে সম্মানজনক অনুষ্ঠান ‘চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান-২০২০’ অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল (২৩ মার্চ)। এবারো জমকালো অনুষ্ঠানে মেতে উঠবে মঞ্চ। নবীন-প্রবীণের মিলনমেলা এখন আকর্ষনের কেন্দ্র বিন্দু।

এই অনুষ্টানে অংশ নেবেন, রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস। আর এ প্রজন্মের শিল্পীদের মধ্যে আছেন, ইমন-দীঘি, সাইমন-তমা, পূজা চেরীসহ বেশ কয়েকজন। জাতীয় এ আসরে প্রথমবারের মতো পারফর্ম করবেন ইমন-দীঘি ও পূজা।

জানা যায়, চূড়ান্ত অনুশীলনও প্রায় শেষ। মূল আয়োজনে উপস্থাপনার দায়িত্বে থাকবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন খ্যাতিমান দুই বর্ষীয়ান তারকা আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।

গুণী নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ সর্বোচ্চ ১১টি পুরস্কার জিতে নিয়েছে। ৮টি পুরস্কার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’।

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি