ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অভিষেকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন তৃণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ২৪ মার্চ ২০২২

চার দশকের সুদীর্ঘ ক্যারিয়ার। বড় পর্দা থেকে দূরত্ব তৈরি হওয়ার পর নতুন করে জনপ্রিয়তা পেয়েছিলেন ‘খড়কুটো’ ধারাবাহিকে গুনগুনের ‘ড্যাডি’ হিসেবে। সেই অভিষেক চট্টোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন ‘গুনগুন’ অর্থাৎ অভিনেত্রী তৃণা সাহা। পর্দায় প্রয়াত অভিনেতার মেয়ের ভূমিকায় তৃণা অভিনয় করেছেন দু’বছরেরও বেশি সময় ধরে। সেই সম্পর্কে বিশেষ ফারাক ছিল না পর্দার বাইরেও।

কান্না জড়ানো গলায় তৃণা বলেন, ‘‘পর্দায় অভিষেক দা যেমন আমার ড্যাডি ছিলেন, পর্দার বাইরেও ড্যাডির মতোই ছিলেন। পরশু দিনও শ্যুটে আমি খুব বকাবকি করেছি। শরীরের একদম যত্ন নিচ্ছিল না।’’

অভিনেত্রী আরও জানান, বেশ কিছু দিন পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক। ছিল লিভারের সমস্যাও। অসুস্থতা নিয়ে কাজ চালাচ্ছিলেন অভিনেতা। 

তাঁর কথায়, ‘‘পরশু দিনও সেটে অভিষেকদা অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা তাকে বিশ্রাম করতে বলি। দুলালদা (লাহিড়ি) ওকে ডেকে আনতে গিয়েছিল। অভিষেক দা তখন দুলালদার গায়েই বমি করে দেন। আমরা ডাক্তার দেখাই। তারপর বাড়ি পাঠিয়ে দিই। এই অবস্থায় কালকেও শ্যুট করেছেন। ফোনে আমি বকাবকি করেছিলাম মানুষটাকে।’’

বুধবার একটি রিয়্যালিটি শো-র শ্যুট করেন অভিষেক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। 

অভিনেতার আকস্মিক চলে যাওয়ায় শোকস্তব্ধ তার সহকর্মীরা।
সূত্র:  আনন্দবাজার
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি