ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শতবর্ষে ম্যুরালে জীবন্ত সত্যজিৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ২৪ মার্চ ২০২২ | আপডেট: ১৩:১৫, ২৪ মার্চ ২০২২

কত কিছু দেখালে, কত কিছু শেখালে সৃষ্টির মধ্যদিয়ে হে গুণীজন। তাই তোমারে করি স্মরণ প্রতিক্ষণ। এমনি বাঙালি এক গুণীজনের নাম সত্যজিৎ রায়। ২০২২ এ তার জন্মশতবর্ষ।সেই উপলক্ষে সোমবার উদ্বোধন হল কিংবদন্তী এই পরিচালকের প্রতিকৃতি।

জগৎখ্যাত এই নির্মাতা-সাহিত্যিককে শ্রদ্ধা ও স্মরণ করতেই এমন আয়োজন কলকাতার টালিগঞ্জে। ২০২২ এর ২ মে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষকে সামনে রেখে শহর কলকাতার টালিগঞ্জের ভবানী সিনেমার সামনে ফুটিয়ে তোলা হয়েছে একটি প্রতিকৃতি। সৃষ্টিশীল এই নির্মাতার চমৎকার একটি ছবি একটি ভবনের দেয়ালজুড়ে আঁকা হয়েছে। গত সোমবার উদ্বোধন করা হয়েছে সেটির।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যজিতের ছেলে পরিচালক সন্দীপ রায়, সত্যজিতের পুত্রবধূ ললিতা রায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ জহর সরকার, দিল্লির সেন্ট আর্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের বিকাশ নাগরে।

জানা যায় এবারই প্রথমবারের মত কলকাতায় করা হল এই রকম কোনো থ্রিডি পেইন্টিং। যাতে আরও শোভা বাড়াচ্ছেন স্বয়ং সত্যজিৎ।

এই ছবিটি এঁকেছেন চেন্নাইয়ের শিল্পী এ-কিল । দিল্লিতে অবস্থিত একটি সংস্থা এবং প্রথম সারির একটি রং প্রস্তুতকারী প্রতিষষ্ঠান যৌথভাবে 'ডোনেট আ ওয়াল' প্রকল্পের আয়োজন করে প্রতি বছর। এ বছর সেই উদ্যোগেই এই ম্যুরাল নির্মিত।

উদ্বোধন শেষে সত্যজিৎ-পুত্র বলেন, ‘‘দারুণ কাজ হয়েছে। আমরা খুব খুশি। গোড়ার দিকে একটু ভয় ছিল, জিনিসটি ঠিকমতো দাঁড়াবে কি না। বাবার ম্যুরাল দেখে আমি তৃপ্ত।’’

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি