ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সামাজিক মাধ্যম কাঁপাচ্ছে শাকিব-অপুর সন্তান (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৬, ২৪ মার্চ ২০২২ | আপডেট: ২১:০৬, ২৪ মার্চ ২০২২

ঢাকাই সিনেমার বর্তমানে সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। বাবা-মা সেলিব্রিটি হওয়ার কারণে সন্তান জয়ও সেলিব্রিটি হয়ে গেছে। তার কোনো ছবি অথবা ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে পোস্ট করলে লাখ লাখ লাইক কমেন্ট শেয়ার হয়ে মুহূর্তে ভাইরাল হয়।

রোববার ২০ মার্চ দুপুরে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ফেইসবুক আইডিতে ছেলে জয়ের কয়েটা ছবি দিয়ে পোস্টে লিখেছেন ‘কক্সবাজার’।
 
ছবিগুলোতে আব্রাম খান জয় গাড়ি ড্রাইভিং করছে এরকম পোজ দিয়েছেন। তাতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় ছবিগুলো। সবাই অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছে জয়কে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে জয়। প্রায় ১০ বছর পর, সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি