ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিরিয়ানির হাড়ি আগলে কারিনা, কী বললেন কারিশমা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ২৫ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কারিনা পোস্ট করলেন বেশ বড়সড় একটি পাত্র থেকে বিরিয়ানি উপভোগ করার ভিডিও। আর সেই দৃশ্য দেখে নেটমাধ্যমেই আক্ষেপ করলেন বড় বোন কারিশমা কাপুর। 

নেটমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে কারিনাকে বলতে শোনা যায়, ‘‘এই ডাব্বাটা এ বার খালি হয়েই ফেরত যাবে।’’

বিরিয়ানি খেতে খেতেই নানা রকম অঙ্গ ভঙ্গিতে সাইফ জায়া বুঝিয়ে দিয়েছেন যে তিনি কতটা উপভোগ করছেন বিরিয়ানি। ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে কারিনার বিরিয়ানি ভোজনের ভিডিও। পঞ্চাশ লক্ষের বেশি মানুষ দেখেছেন ভিডিওটি। পছন্দ করেছেন সাত লক্ষ ২১ হাজারেরও বেশি মানুষ।

শুধু ভক্তরাই নন। অন্য তারকারাও মজেছেন কারিনার ভোজনরসিক অবতারে। বোনের পোস্টে আক্ষেপ করে কারিশমা লিখেছেন, ‘‘যাঃ আমি পেলাম না!’’ আর এক তারকা ও কারিনার বন্ধু বলে পরিচিত মালাইকা অরোরা প্রিয় ‘বেবো’কে লিখেছেন, ‘‘আমি যখন ফিরব তখন কিন্তু আমার এটা চাই-ই চাই।’’

তবে করিনার পেটপুজো কিন্তু বিরিয়ানিতেই শেষ হয়নি। বিরিয়ানির ভিডিও ভাইরাল হওয়ার পর সকালেই ফের আরও এক বার রসিয়ে খাওয়াদাওয়া করতে দেখা গেছে আরও একটি ভিডিওতে। তবে এ বার বিরিয়ানির বদলে ছিল মুগ ডালের হালুয়া।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি