ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মুক্ত হল ‘লকডাউনে আটকে পড়া তরুণ-তরুণীর প্রেমের গল্প’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ২৫ মার্চ ২০২২ | আপডেট: ১১:৩৯, ২৫ মার্চ ২০২২

করোনার শুরুতে আটকে পড়া দুই বাসার তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে সিনেমা ‘লকডাউন লাভ স্টোরি’ মুক্তি পাচ্ছে দেশের ১০টির মতো প্রেক্ষাগৃহে। 

করোনাকালে দীর্ঘদিন পর ১১ মার্চ একসঙ্গে মুক্তি পেয়েছিল ‘গুণিন’ ও ‘শিমু’ নামের দুই সিনেমা। পরের সপ্তাহে মুক্তি পায়নি নতুন কোনো সিনেমা।

এক সপ্তাহের বিরতিতে আবারও ঢালিউডে আজ শুক্রবার একসঙ্গে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। একটি ‘লকডাউন লাভ স্টোরি’, অন্যটির নাম ‘জাল ছেঁড়ার সময়।’

করোনার প্রেক্ষাপট নিয়ে দেশে প্রথম কোনো সিনেমা মুক্তি পাচ্ছে আজ। ‘লকডাউন লাভস্টোরি’ ছবিটির শুটিং শুরু হয় ২০২০ সালে করোনা শুরুর পর।

যখন শুটিং ছিল অনেকটাই বারণ ও আতঙ্কের নাম। কেউই শুটিংয়ে বের হচ্ছিলেন না। তখনো অনেকটাই চুপিসারে সিনেমাটির শুটিং হয়। গল্পের জন্য এমন পরিবেশ দরকার ছিল।

শাহ আলম মণ্ডল পরিচালিত এই ছবির নায়ক ইমন, আর এতেই অভিষেক ঘটছে ঢালিউডের নতুন নায়িকা রেহনুমা মোস্তফার।

২০২০ সালে শুটিং শুরু হলেও সেই বছর বাইরে শুটিংয়ের পরিবেশ না থাকায় পরের বছর বাইরের দৃশ্যে ধারণ হয়।

ছবিটি যমুনা ব্লক বাস্টার, সৈনিক, গীতসহ দেশের ১০টির মতো সিনেমা হলে মুক্তির কথা রয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি