ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সামাজিক মাধ্যমে ঝড় তুললেন ৩ বলিউড স্টার কিডস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ২৬ মার্চ ২০২২

সুহানা, খুশি ও আগস্ত

সুহানা, খুশি ও আগস্ত

সিনেমায় অভিষেক করতে চলেছেন বলিউডের তিন তারকা সন্তান। সুহানা খান, খুশি কপূর এবং আগস্ত নন্দা। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে জোয়া আখতারের পরিচালনায় তৈরি মিউজিক্যাল ভিডিওতে দেখা যাবে তাদের। সম্প্রতি মুম্বাইয়ে শ্যুট করতে গিয়ে ক্যামেরাবন্দি হন ভবিষ্যতের তিন তারকা। আর সেই ছবি এখন ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে।

জোয়া আখতারের আর্চি কমিকসের দেশীয় সংস্করণে পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই তিন তারকা সন্তানের। শ্যুটিং-এর ছবি দেখে ধারণা করা যাচ্ছে, এক ঢাল চুলের মাঝখানে সিঁথি ও পোশাকের ধরন বলে দিচ্ছে ভেরোনিকার চরিত্রে দেখা যাবে শাহরুখ কন্যা সুহানা খানকে। বনি-শ্রীদেবীর ছোট মেয়ে খুশি অভিনয় করছেন বেটি কুপারের চরিত্রে। 

আর অমিতাভ বচ্চনের নাতি আগস্তকে যে জোয়ার আর্চিস অ্যান্ড্রিউস চরিত্রে দেখা যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

গত নভেম্বরে, জোয়া এই জনপ্রিয় তারকা সন্তানদের নিয়ে তার এই নতুন প্রজেক্টের কথা ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'দ্য আর্চিসকে জীবন্ত করার সুযোগ পেয়ে আমি খুব উত্তেজিত। এটি আমার শৈশব এবং কিশোর বয়সের একটি বড় অংশজুড়ে ছিল। চরিত্রগুলো আইকনিক এবং বিশ্বব্যাপী প্রিয়। ফলে আমি কিছুটা নার্ভাসও।'

যুক্তরাষ্ট্রের কিশোর ড্রামা 'রিভারডেল'-এর এই নতুন ভার্সনটিতে 'দেশি' ছোঁয়া আলাদা করবে। অন্যদিকে আপাতত এই তিন তারকা-সন্তানকে পর্দায় দেখার অপেক্ষায় বলি-প্রেমীরা। সূত্র- আনন্দবাজার অনলাইন

আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি