ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাসপাতালে পরীমনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ২৭ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি হাসপাতালে ভর্তি হয়েছেন। নায়িকা নিজেই রোববার বিকেলে তার নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন পরীমনি। হাসপাতালের বিছানায় তোলা তার হাতের একটি ছবিও পোস্ট করেছেন ফেইসবুকে। ক্যাপশনে লিখেন, ‘একটি দুর্ঘটনা।’

তবে নায়িকা কীভাবে আহত হয়েছেন সে বিষয়ে কিছু জানাননি। এ বিষয়ে কথা বলতে তার স্বামী শরীফুল রাজের মুঠোফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া দেননি তিনি।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন পরীমনি। কিছুদিন আগে বিয়ের খবরের সঙ্গে মা হতে যাওয়ার খবরও জানান পরীমনি। আপাতত নতুন অতিথির আগমনের অপেক্ষায় এই দম্পতি।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি