ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মাদক মামলা স্থগিত চেয়ে পরীমনির আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ২৮ মার্চ ২০২২

মাদক মামলা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমনি। এই মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার জজ আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদন করেন পরীমনির আইনজীবীরা।

সোমবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন পরীমনি। 

গেলো পহেলা মার্চ চিত্রনায়িকা পরীমণির মাদক মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। এরপর ৮ মার্চ হাইকোর্টের আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করে চেম্বার আদালত। 

মাদক মামলা স্থগিতের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। 

গত ৫ জানুয়ারি এ মামলায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

এদিকে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন এই আলোচিত নায়িকা।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন পরীমনি। হাসপাতালের বিছানায় তোলা তার হাতের একটি ছবিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেন, ‘একটি দুর্ঘটনা।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি