ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কখনোই আঞ্চলিক সিনেমা করবো না: জন আব্রাহাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ২৯ মার্চ ২০২২

বলিপাড়ায় সম্প্রতি গুঞ্জন ওঠেছে তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করবেন জন আব্রাহাম। ‘বাহুবলি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা ‘সালার’এ দেখা যাবে এই অভিনেতাকে। 

শুরু থেকেই গুঞ্জন- সিনেমায় খল চরিত্রে দেখা যেতে পারে জন আব্রাহামকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে খোলাসা করেছেন অভিনেতা নিজেই। 

জন বলেন, ‘‘কখনোই আঞ্চলিক সিনেমা করবো না। আমি হিন্দি সিনেমার হিরো। দ্বিতীয় নায়ক হয়ে সেখানে কোনো সিনেমা কখনোই করবো না। আমি অন্য অভিনয়শিল্পীদের মতো তেলেগু অথবা অন্য কোনো সিনেমায় অভিনয় করতে যাবো না।’’

জন আব্রাহাম অভিনীত পরবর্তী সিনেমা ‘অ্যাটাক’। শোনা যাচ্ছে, সিনেমায় তাকে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে যা অতীতে হিন্দি সিনেমায় হয়নি। এতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্দেজ, রাকুল প্রীত সিং। পরিচালনা করেছে লাশ্য রাজ আনন্দ। 

এছাড়া শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমায়ও দেখা যাবে জনকে।

এমএম/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি