ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাঁচা বাদাম গানে মাধুরীর উদ্দাম নাচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ৩১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

এখন নেটমাধ্যমে সয়লাব ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান। দেশ-বিদেশের মাটিতেও বহুল জনপ্রিয়তা পেয়েছে বাদাম কাকুর বাঁধা এই গানটি। এবার কাঁচা বাদামের ট্রেন্ডে গা ভাসানোর একটি ভিডিওতে দেখা মিলল ভারতের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের।

ভিডিওতে দেখা যায়, শুধু মাধুরী নন, তার সঙ্গে গানের তালে নেচেছেন আরেক অভিনেতা রিতেশ দেশমুখও। 

মাধুরীর পরনে ঝলমলে নীল লেহেঙ্গা আর রিতেসের পরনে কালো শার্ট-প্যান্ট অবস্থায় দেখা যায়। 

ভারতের একটি জনপ্রিয় রিয়ালিটি শো-এর বিচারকের দায়িত্ব পালন কালেই শুটিং-এর ফাঁকে এই গানের সঙ্গে নেচে সেই ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন এই নায়িকা।

ক্যাপশনে লেখেছেন, ‘‘দারুণ মজার গান। রিতেশ মজা হয়েছিল কিনা বলো? তোমাকে ধন্যবাদ আমার সঙ্গে 'কাঁচা বাদাম' গানে পা মেলানোর জন্য।’’

‘দ্য ফেম গেম’ নায়িকা ভিডিওটি শেয়ার করতেই হু হু করে ভাইরাল হয়ে যায়। আর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, এই গান গেয়েই বীরভূমের গ্রামে গ্রামে বাদাম বিক্রি করতেন ভুবন বাদ্যকর। এক ব্যক্তি সেই গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে যায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি