ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কঙ্গনাকে নিয়ে ছবি বানাবেন না বিবেক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২০, ৩১ মার্চ ২০২২

বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পর থেকেই প্রচারে মগ্ন ছিলেন কঙ্গনা রানাউত। এই ছবি নিয়ে বলিউডের তারকারা কথাবার্তা কেন বলছেন না, সে‌ই নিয়ে একাধিক পোস্ট দিয়েছিলেন তিনি। 

বিবেকের সঙ্গে পরের একটি ছবিতে কাজ করার কথাও স্থির হয়েছিল। এরই মাঝে শোনা গেল, কঙ্গনাকে নিজের পরের ছবিতে অভিনয় করাতে রাজি নন বিবেক।

বলিপাড়া সূত্রের খবর, বিবেক তাঁর পরবর্তী ছবির জন্য কঙ্গনার সঙ্গে কথা বলেছিলেন। একাধিক বৈঠকও করেছিলেন তারা। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, এই গুঞ্জনের সত্যতা নেই। বিবেকের কথায়, ‘আমার ছবিতে তারকাদের প্রয়োজন নেই। অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ছবি বানাই আমি।’

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক জানান, ১২ বছর আগে চলচ্চিত্র জগতে পা রাখার সময়েই সিদ্ধান্ত নিয়েছিলেন, নিজের মতো ছবি বানাবেন। যা এমনিই দেখতে আসবে লোকে। তারকা সেই ছবির চালিকা শক্তি হবে না। আমি বিশ্বাস করি, ‘কেবল লেখক এবং পরিচালকের ভাবনার ফসলই চলচ্চিত্র শিল্প।’

১৯৯০ সাল নাগাদ জম্মু-কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে ছবি বানিয়েছেন বিবেক। ছবির বিষয়বস্তু নিয়ে ইতিমধ্যে বিতর্কে ফুঁসছে সারা দেশ। এক দিকে প্রশংসার ঢল, অন্য দিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক’-এর তকমা পেয়েছে এই ছবি। প্রতি দিন নতুন নতুন ঘটনা ঘটছে এই ছবিটি ঘিরে। তারই মধ্যে বিপুল অঙ্কের ব্যবসা করে ফেলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি