ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তিন গাড়ির সংঘর্ষ, আহত মালাইকা হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ৩ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। মুম্বাই-পুণে হাইওয়ে দিয়ে ফেরার পথে ৩৮ কিমি পয়েন্টের কাছে এই দুর্ঘটনার সম্মুখিন হন তিনি।

ঘটনাস্থল থেকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নেওয়া হয় মালাইকাকে।

মুম্বাই পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট সেরে মুম্বাই-পুণে হাইওয়ে ধরে ফিরছিলেন মালাইকা।

৩৮ কিমি পয়েন্টে তার গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। সংঘর্ষে তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।

মালাইকার গাড়িটি দু’টি গাড়ির মাঝখানে ছিল। বাকি দু’টি গাড়ির চালকেরা পালিয়ে গেছেন। 

কিন্তু গাড়ির নম্বর দেখে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে ভারতীয় গণমাধ্যম চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, মালাইকার চোট খুব গুরুতর নয়। দু’টি টুরিস্ট ভ্যানের মাঝে পড়ে গিয়েছিল তার গাড়ি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। 


সূত্রঃ আনন্দবাজার অনলাইন

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি