ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এপ্রিলেই বিয়ে রণবীর-আলিয়ার?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ৩ এপ্রিল ২০২২

দীর্ঘ সময় ধরেই বাতাসে ভাসছিলো রণবীর ও আলিয়ার প্রণয়ের কথা। চর্চা ছিলো তুঙ্গে বিয়ের দিনক্ষণ নিয়ে। 

গত বছর থেকেই শোনা যাচ্ছিল শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। এই সাথে দীর্ঘ দিন থেকেই দুই তারকার অনুরাগীরা বহু সময়ই নেট মাধ্যমে তাদের বিয়ে সম্পর্কে জানতে চেয়ে আসছেন। যদিও বিয়ের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।

করোনা পরিস্থিতি শুরু হওয়ার কারণেই বারবার পিছিয়েছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে। করোনা পরিস্থিতি না থাকলে গত বছরই বিয়ের পিঁড়িতে বসতেন তারা।

জানা গেছে, চলতি বছর এপ্রিল মাসেই কাপুর পরিবারের ঐতিহ্যশালী বাড়ি আরকে হাউজে চারহাত এক হবে এই দুই তারকার।

বিভিন্ন সূত্রের খবর, বিয়ের স্থান ঠিক করেছেন রণবীর কাপুর নিজেই। 

প্রসঙ্গত, রণবীর কপূরের বাবা-মা ঋষি কাপুর এবং নীতু কাপুরেরও বিয়ে হয় এই জায়গাতেই।

যদিও রণবীর কাপুর কিংবা আলিয়া ভাটের পক্ষ থেকে এ বিষয়ে অফিশিয়ালি কোনও খবর জানানো হয়নি।

সূত্রঃ এবিপি আনন্দ

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি