ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মাসজুড়ে চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতারের আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ৩ এপ্রিল ২০২২

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আর এই পবিত্র রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

এফডিসিতে সমিতির স্টাডিরুমে ইফতার আয়োজন হবে বলে জানিয়েছেন সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

এ বিষয়ে সাইমন সাদিক জানান, “শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন সিনেমা সংশ্লিষ্ট সকলেই আমাদের সঙ্গে ইফতার করার সুযোগ পাবেন। আর এ ইফতার আয়োজনের ব্যবস্থা শিল্পী সমিতির ফান্ড থেকে নয়, সমিতির সক্রিয় কেবিনেট মেম্বারদের চাঁদার মাধ্যমে করা হচ্ছে।”

আর এই সিদ্ধান্ত সম্প্রতি সমিতির কার্যকারি পরিষদের এক মিটিং-এ নেওয়া হয়েছে বলেও জানান সাইমন। ।

তিনি আরও জানান, এবারে শিল্পী সমিতির ইফতার আয়োজনে আগের যা বাজেট ছিলো তার দ্বিগুণ বাজেট রাখা হয়েছে। সকল চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের নিয়ে পবিত্র মাহে রমজানের ইফতার ও সওয়াব ভাগাভাগি করে নিতে চায় শিল্পীদের সমিতি।

এছাড়াও শিল্পী সমিতির পক্ষ থেকে সকল সদস্যদের বাসায় ঈদ উপহার সামগ্রী পাঠানো হবে বলেও জানান সাইমন। অসহায় শিল্পীদের জন্য থাকবে বিশেষ সাহায্যও।

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি