ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাক ফোঁড়ালেন পূজা চেরি! তবে কী বিয়ে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ৩ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ঢালিউডে অল্প সময়ে অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন পূজা চেরি। কাজের মধ্য দিয়েই হয়ে উঠেছেন অনুরাগীদের আকর্ষণের কেন্দ্র বিন্দু। এমন সময় খবর নাক ফুঁড়িয়েছেন তাদের প্রিয় নায়িকা। 

প্রিয় অভিনেত্রী ও নায়িকার ফোঁড়ানোর খবর পেয়ে অনেক অনুরাগীর মনেই উঁকি দিচ্ছে একটি বিশেষ প্রশ্ন। তা হলো, তবে কী বিয়ের পিঁড়িতে বসতে চলেছে পূজা চেরি? 

প্রশ্নটি মনে আসা সংগত, কেননা অধিকাংশ ক্ষেত্রে বিয়ের আগ মুহূর্তেই নাক ফোঁড়ায় মেয়েরা।

আবার এদিকে প্রশ্নের উত্তরও আসে হ্যাঁ, মানে বিয়ের জন্যই নাকি নাক ফুঁড়িয়েছেন পূজা। তবে পরে জানা যায় সেটা বাস্তবের বিয়ে না, সিনেমার বিয়ে। নতুন একটি সিনেমার জন্যই নাক ফুঁড়িয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘নাকফুল’। নাক ফোঁড়ানোর ভিডিও শেয়ার করে নায়িকা নিজেই এর বিস্তারিত তথ্য জানিয়েছেন।

পূজা জানান, ৩ এপ্রিল থেকে ‘নাকফুল’ ওয়েব ফিল্মের শুটিং শুরু করবেন তিনি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবে এর শুটিং। এজন্যই সম্প্রতি নাক ফুঁড়িয়েছেন নায়িকা। 

নাক ফোঁড়ানোর অভিজ্ঞতার কথা জানিয়ে পূজা বলেন, ‘প্রথমে ভয় লেগেছিল। এখন তো ভালোই লাগছে। দেখতেও সুন্দর লাগছে।’ 

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। এটি পরিচালনা করছেন আলোক হাসান। প্রযোজনায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

আরএমএ/এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি