ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

দুর্ঘটনার কবলে মালাইকার গাড়ি, হাসপাতালে নায়িকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ৩ এপ্রিল ২০২২ | আপডেট: ১৭:২৪, ৩ এপ্রিল ২০২২

শনিবার সন্ধ্যায় ফ্যাশন ইভেন্ট থেকে ফিরছিলেন বলি তারকা মালাইকা অরোরা। মুম্বাই-পুণে হাইওয়ের ৩৮ কিমি পয়েন্টে খোপোলির কাছে তার গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘর্ষ হয়।

ওই এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। সঙ্গে সঙ্গে অর্জুন কাপুরের প্রেমিকাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

মালাইকার গাড়িটি দু’টি গাড়ির মাঝখানে ছিল। নায়িকার গাড়ির চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। অন্য গাড়ি দু’টিতে ধাক্কা মারেন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মালাইকা খুবই আতঙ্কে রয়েছেন এই ঘটনার পরে। যদিও খুব গুরুতর আঘাত লাগেনি তাঁর। চোখের কাছে আঘাত লেগেছে। কয়েকটি সেলাই পড়েছে। মাথার কাছে বালিশ থাকায় সেখানে চোট পাননি তিনি। আপাতত সুস্থ আছেন মালাইকা। 

রবিবার বিকেলের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন বলে আশা করছেন চিকিৎসকেরা। রবিবার সকালে মালাইকার বোন অমৃতা অরোরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মালাইকা এখন সুস্থ।

তদন্ত শুরু করেছে খোপোলি পুলিশ। তার পরে প্রয়োজন মতো মামলা দায়ের করা হবে। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি