ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হাসপাতাল থেকে অর্জুনের সাথে বাড়ি ফিরলেন মালাইকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ৪ এপ্রিল ২০২২ | আপডেট: ১১:৪২, ৪ এপ্রিল ২০২২

গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ভরতি হতে হয়েছিল মালাইকা আরোরাকে। অবশেষে সুস্থ হয়ে রোববার বাড়ি ফিরলেন বলিউড ডিভা। শোনা যাচ্ছে, হাসপাতাল থেকে অর্জুন কাপুরের সঙ্গেই বের হন তিনি।

জানা গেছে, মুম্বাই-পুণে এক্সপ্রেসওয়েতে খোপোলির কাছে তার গাড়িটি দুটি গাড়ির মাঝখানে পড়ে যায়। তখনই নাকি চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। ফলে গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে সামনে দাঁড়িয়ে থাকা তিনটে গাড়িকে।

অত্যন্ত জোরে ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। তাতেই আহত হন মালাইকা। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্ষত স্থানে কয়েকটি সেলাইও পড়েছে তার। তবে গাড়ির ভিতর মাথায় বালিশ থাকায় মাথায় ভাগ্যক্রোমে কোনও চোট পাননি।

তবে শনিবার রাতটা হাসপাতালেই কাটান তিনি। রোববার সকালে তাকে ছুটি দেওয়া হয়। মালাইকার বোন অমৃতা আরোরা জানিয়েছেন, দিদি এখন ভাল আছেন। একদম স্থিতিশীল। এবার বাড়িতেই বিশ্রাম নেবেন তিনি।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে হাসপাতাল থেকে গাড়িতে চেপে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে অর্জুনকে। অনেকেই বলছেন, সে সময় মালাইকাকে নিয়েই ফিরছিলেন তিনি। শনিবারের দুর্ঘটনায় এফআইআর দায়ের করে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়েছে পুলিশ।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি