ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টিপকাণ্ডে প্রতিবাদ পরীমণি-মিথিলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ৪ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

টিপ-কাণ্ড নিয়ে প্রতিবাদে মুখর অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। ফেসবুকে একটি সাদা-কালো ছবি পোস্ট করেন তিনি। সেই ছবিতে জ্বলজ্বল করছে তাঁর কপালের লাল টিপ।

ছবিতে দেখা যায় হাতে বন্দুক উঁচিয়ে আছেন মিথিলা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'আমার টিপ নিয়ে কোন কথা নয়। আমার স্বাধীনতা নিয়ে কোন কথা নয়। যদি থাকে আমার আগুনে নিশ্চিহ্ন হবার ভয়…. পৃথিবীটা তোমার একার নয়!' 

এই বিতর্কের রেশ পড়েছে সাংসদেও। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করেন, ‘কোন আইনে লেখা আছে নারী টিপ পরতে পারবে না?' আর সেই ভিডিও নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে ভালোবাসা ও ধন্যবাদের চিহ্ন আঁকেন অভিনেত্রী পরীমণি। 

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি