ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সমুদ্রের নীল জলে ভাসছেন ভিকি-ক্যাটরিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ৪ এপ্রিল ২০২২

মাস কয়েকও হয়নি মধুচন্দ্রিমা কাটিয়ে ফিরেছেন। আবারও ছুটির মেজাজে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। আরও একবার সমুদ্রের নীল জলে ভেসে গিয়েছেন তারা।

ছুটি কাটাতে কোথায় গিয়েছেন ‘ভিক্যাট’? সে কথা অবশ্য ভক্তদের কাছে খোলসা করেননি তারা। তবে তাদের ফুরফুরে মেজাজের নানা ছবি ছড়িয়ে দিয়েছেন ইনস্টাগ্রামে। যা দেখে বেজায় খুশি তারকা দম্পতির ভক্তরা।

বলিউডের ব্যস্ত জীবন থেকে দূরে কোনও এক সামুদ্রিক দ্বীপে সময় কাটাচ্ছেন ভিকি-ক্যাটরিনা। গত মাসের শেষ সপ্তাহে সেখানে গিয়েছিলেন তারা। সেখানকার নানা মুহূর্তের ছবিই মাঝেমধ্যে ভেসে উঠছে দু’জনের ইনস্টাগ্রামে।

যে দিকে চোখ যায়, খোলা আকাশ। রঙের ঝাপটায় মাখামাখি। আকাশের গা ছেড়ে মাটিতে তাকালে চোখ আটকে পড়ে সমুদ্রের নীল জলে। তার গা ঘেঁষে ঘন সবুজের ছোঁয়া। গভীর জঙ্গলের মাঝেই রয়েছে ভিকি-ক্যাটরিনার থাকার জায়গা। ছুটি কাটাতে গিয়ে এমন সব ছবিই শেয়ার করেছেন দম্পতি।

ইনস্টাগ্রামে একটি ছবির নীচে ভিকি লিখেছেন, ‘নো ফিল্টার’। ফিল্টারের কারিকুরি ছাড়াই যে এমন মন ভাল করা জায়গায় তারা আলসেমিতে মেতেছেন, তা-ই জানিয়েছেন ভক্তদের। থুড়ি, এ কথা তারা লিখে জানাননি বটে। তবে ছবি দেখেই তো তা বোঝা যায়!

দু’বছরের প্রেমের বাঁধনকে ৯ ডিসেম্বর সামাজিক ভাবে উদ্‌যাপন করেছিলেন ভিকি-ক্যাটরিনা। সে দিন রাজস্থানের এক প্রাসাদোপম দুর্গে বিয়ে সেরে ফেলেছিলেন। তার পর ছুটে গিয়েছিলেন মলদ্বীপে মধুচন্দ্রিমা কাটাতে।

মলদ্বীপে খানিকটা সময় কাটিয়েই বলিউডি জীবনে ঢুকে পড়তে হয়েছিল দু’জনকেই। কাজ তো বড় একটা কম নয়। এই মুহূর্তে ভিকির হাতে রয়েছে ‘গোবিন্দা নাম মেরা’, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’-সহ লক্ষ্মণ উতেকর এবং আনন্দ তিওয়ারির একটি করে ছবি।

ভিকির মতোই ব্যস্ত ক্যাটরিনাও। অক্ষয় কুমারের সঙ্গে মিলে রোহিত শেট্টির ‘সূর্যবংশী’ অথবা সিদ্ধান্ত চতুর্বেদীর এবং ঈশান খট্টরের সঙ্গে ‘ফোনবুথ’ করছেন। আবার প্রিয়ঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের পাশে ‘জি লে জরা’-তেও রয়েছেন।

তবে এই মুহূর্তে বলিউড থেকে শত যোজন দূরে ‘ভিক্যাট’। কখনও সমুদ্রের জলে একসঙ্গে বোটে চাপছেন। কখনও আবার আলসেমি ছেড়ে শরীরচর্চায় মেতেছেন ভিকি। সে ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।

কয়েকটি ছবি জুড়ে ভিকি বা ক্যাটরিনা, কারও দেখা মেলেনি। তবে তাতে যে কেউ অনুযোগ করেছেন, তেমনটাও শোনা যায়নি। উল্টে দম্পতির ভক্তেরা মুগ্ধ! কোথাও ডেকের উপরে ডাবের খোলার ধার বেয়ে দেখা যাচ্ছে গাঢ় সমুদ্রের জল। দিগন্ত ছাপিয়ে সন্ধ্যা নামছে। আবার কখনও আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টির প্রস্তুতি নিচ্ছে। এমন সব ছবি দেখে কার না চোখ জুড়িয়ে আসে!

তবে ছুটি কাটাতে গিয়ে শরীরচর্চায় খামতি রাখেননি ভিকি। সে ছবিও পোস্ট করেছেন তিনি। ব্যায়ামের বেঞ্চের পাশে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খান আটেক অ্যাবসের ছবি দেখিয়েছেন। সঙ্গে লিখেছেন, ‘(জীবনে) ৯৯টা সমস্যা থাকতে পারে। তবে এই বেঞ্চটা তার মধ্যে কোনও ভাবেই আসে না।’ ভিকির সে ছবিতে প্রায় ১২ লক্ষ ভক্ত হামলে পড়েছেন।

ভিকির মতো ক্যাটরিনাও কম যান না! জীবনসঙ্গীর কাঁধে ভর দিয়ে সমুদ্র সফরে বেরিয়েছেন। তারই ফাঁকে আবার সে ছবিও ইনস্টাগ্রামে ছড়িয়ে দিয়েছেন তিনি।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি